১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কিছু এলাকার আবাসিক গ্যাস সরবরাহে বিঘ্নিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ।
যার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কিছু এলাকার আবাসিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে লিকেজের এ ঘটনাটি ঘটে।

তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনের উন্নীতকরণ প্রকল্পে ভেকু মেশিনে মাটি খুঁড়ার সময় অসাবধানতাবশত তিতাস গ্যাস পাইপ লাইন ফেটে লিকেজের সৃষ্টি হয়।

খবর পেয়ে তিতাস কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন