ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.নিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মোহাম্মদ মনি (৫) নামের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোর্কণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মনি জেলা শহরের গোর্কণ এলাকার আলামিন মিয়ার ছেলে।
শিশুর মা খাদিজা বেগম জানান, মনি দুপুরে ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা মনিকে পানি থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।
আপনার মন্তব্য লিখুন