১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

দুঃসহ গরমে রাতে সরাইলে বিদ্যুত নেই!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ , ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রাত দশটার পর একতো রোজা আবার দুঃসহ গরমে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী।মো. সেলিম মাষ্টার এই প্রতিবেদককে বলেন, একে তো অসহ্য গরম, তার ওপর এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় শুধু তিনি নন, তাঁর স্ত্রী ও দুই সন্তানকেও প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। রোজার মাঝে বিদ্যুৎ না থাকলে কেমন লাগে।সরাইলে বুধবার রাতে দুবার বিদ্যুৎ যায়। শেষবার যায় ১০টার দিকে। আজ গরম অনুভূত হয়েছে বেশি। দুঃসহ গরমে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি হয়।সয়ন সরকার চয়ন বলেন,ভাই এখনো বিদ্যুৎ ছাড়া বাহিরে বসে আছি মনে হয় বাহিরে বসে কান্না করি।এলাকায় বিদ্যুৎ চলে গিয়ে আসে এক ঘণ্টার বেশি সময় পর। এলাকার উচালিয়াপাড়ার বাসিন্দা নীলু মমতাজ বলেন, দুর্বিষহ গরমে বিদ্যুৎ চলে যাওয়ার পর হাতপাখাই এখন ভরসা।এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ছিল না সরাইল উপজেলায়।
এ ব্যাপারে সরাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী সামির আসাবে’র সাথে রাত বারটা পনর মিনিটে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,
আশুগঞ্জ পাওয়ার স্টেশন হঠাৎ আগুন লাগায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।আগুন এখন নিয়ন্ত্রনে আসছে। কিছুক্ষণের মধ্যে সরাইলে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন