সরাইলে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও প্রশাসন।করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের মতো সরাইল উপজেলা চলছে প্রথম দিনের কঠোর লকডাউন। শতভাগ লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান নিয়েছে পুলিশ।প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ঘাট গুলি ছিলো ফাঁকা জনমানব শূণ্যে। প্রতিটি বাজারের দোকান গুলি ছিলো বন্ধ।উপজেলার সড়ক গুলিতে দুই একটা ভ্যান ও অটো রিক্সা চলাচল করতে দেখা গেলেও দুর পাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে।সরাইল সার্কেল এর এ এসপি মো. আনিছুর রহমান বলেন,প্রতিটি এলাকায় সার্বক্ষনিক টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করে যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার জন্য প্রত্যেক দিন মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্য বিধি বা কোথাও সরকারি নির্দেশনার ব্যতয় ঘটলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন, লকডাউনসহ সরাকারের নির্দেশনা বাস্তবায়ন করতে জনগণের মঙ্গলের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে নিজে বাঁচুন দেশের মানুষকে করোনা সংক্রামক থেকে সুরক্ষিত রাখুন।
আপনার মন্তব্য লিখুন