ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবা ( বি এম এস এফ) এর বিক্ষোভ ও প্রতিবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোহাম্মদ জামশেদঃ ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা (বি এম এস এফ)এর উদ্যোগে তাদের কার্যালয়ের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, কসবা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তসলিম মিয়া,দৈনিক মানব জমিন কসবা প্রতিনিধি,সজল আহমেদ খান,সাংবাদিক এস এম নাছির উদ্দিন খান, সাংবাদিক মোহাম্মদ রাসেল, সাংবাদিক মোহাম্মদ জামশেদ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী দারুণ নাঈম হাছিব, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুমাইয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন,অতীতে কোনো আন্দোলন কিংবা, সংগ্রামের সময়, প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটে নাই,প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির উপর পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে,যারা প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার সাথে জরিত, তাদের কে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হেফাজতের এই নেক্কারজনক ঘটনার কসবা উপজেলা বাংলাদেশ সাংবাদিক মফস্বল ফোরাম (বি এম এস এফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন