১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সাংবাদিকদের জবাই এর উস্কানী দাতা মাওঃ নোমানী গ্রেফতার।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

গ্রেফতার হলেন সাংবাদিকদের জবাই এর উস্কানী দাতা কওমি শিক্ষক মাওঃ ওয়াসেক বিল্লাহ নোমানী..

নোমানীকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়, আর যদি ইনশাল্লাহ খেলাফত কায়েম করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম- সংবাদ লেখার টাইম পাবি না, সংবাদ লেখার টাইম পাবি না। একটা একটা ধরব আর জবাই করব, জবাই করব ইনশাল্লাহ।’

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ জামান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা নোমানীর উগ্র আক্রমণাত্মক বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে।

মাওঃ নোমানী ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার ফজলুল হক মারকাযুল উল্লুম মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পড়ান। পাশাপাশি বিভিন্ন মাহফিলে ওয়াজ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন