১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের প্রদর্শক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রদর্শক আসমা বেগম (৬৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বড়বোন।।

রবিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা পুলিশ লাইনা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আসমা বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মৃত আবুল কাসেম ভূইয়ার মেয়ে। তিনি আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন৷ তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক ছিলেন।

শওকত হোসেন জানান, তার বোন আসমা বেগম করোনা আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার আসমা বেগমকে আইসিইউতে ভর্তি ট্রান্সফার করা হয়। তিনি আজকে চিকিৎসাসধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে
আগামীকাল সকাল ১০টায় নিয়াজ মুহাম্মদ স্কুলের মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হবে৷ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন