১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের আর নেই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই।

রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহরিয়ার করোনা আক্রান্ত ছিলেন কি না জানতে চাইলে ফরিদা ইয়াসমিন বলেন, ‘শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তবে করোনা আক্রান্ত ছিলেন কি না ,এ বিষয়ে বলতে পারব না।’

জানাজা কখন হবে জানতে চাইলে তিনি বলেন, পরিবার-পরিজন মিলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন