হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকার এক মৃত তিমি।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
কক্সবাজার সমুদ্র সৈকতের রামুর হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকার এক মৃত তিমি। শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে জোয়ারের পানিতে ভেসে বালিয়াড়িতে আটকা পড়ে তিমিটি।
খবর পেয়ে জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসন, বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে যান রাজনৈতিক নেতৃবৃন্দসহ উৎসুক হাজারো জনতা। বিকেলের জোয়ারে আবারও ভেসে যাওয়া রোধে তিমিটিকে তীরে তুলতে চেষ্টা চালায় প্রশাসন।
মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে আসেন ভেটেনারি সার্জন। ময়নাতদন্ত শেষে তিমির অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, আমার ইউনিয়নের অংশ পর্যটন স্পট হিমছড়ির বড়ছরার পূর্বাংশে তিমিটি জোয়ারের পানিতে ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় এটি সৈকতের বালিয়াড়িতে আটকা পড়ে। তিমিটির ওজন প্রায় তিন টন হতে পারে বলে জানিয়েছেন জেলেরা। এটি লম্বায় প্রায় ৪৫ ফুট ও চওড়া ১০ ফুট। তিমিটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে রামুর ইউএনও প্রণয় চাকমা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-দক্ষিণ) হুমায়ন কবিরের নেতৃত্বে বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসেন। মৃত তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পর জেলা প্রশাসনের সমন্বয়ে তিমিটির দেহ মাটিচাপা দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন