১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ভোরের সাথী সংগঠনের প্রয়াত সভাপতি’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.নিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :গতকাল বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথী সংগঠনের প্রয়াত সভাপতি নাজমুল হক’র স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টায় পৌর শহরের লোকনাথ দীঘির (উত্তরপাড়) এলাকায় ভোরের সাথী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোঃ ইয়াছিন। সংগঠনের সদস্য মনিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দুলাল খান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া, কোষাধ্যক্ষ সুভাস দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদ কবীর আখন্দ, উপদেষ্টা আবুল কাশেম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাস পরিচালক বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক প্রভাষক মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সাবেক ফুটবলার ও সংগঠক মোঃ শাহ আলম খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি এমদাদুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সামছুদ্দিন আহম্মেদ, যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মধ্য পাইকপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ কাসেমী।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সকাল ১১টায় ভোরের সাথী সংগঠনের সভাপতি নাজমুল হক (৬২) শ্বাসকষ্ট, জ্বরে আক্রান্ত হয়ে শহরের পশ্চিম পাইকপাড়া নিজ বাসভবন নাজভী
ভিলায় ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন