১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন খন্দকার।

তিনি জানান, মরদেহটি এক ভবঘুরে ব্যক্তির বলে সনাক্ত করেছে স্থানীয়রা। তবে তার নাম পরিচয় কেউ জানেন না৷

স্থানীয়রা জানায়, এই ব্যক্তি এলাকায় একা ঘুরাঘুরি করতো। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতো এবং হাইওয়ের পাশে যাত্রী ছাউনিতে রাত্রী যাপন করতেন। তিনি আরও জানান, বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে আসে পুলিশ। তার শরীরের কোন আঘাতের চিহ্ন না থাকায়, স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন