২০২০-২১ আমাদের হারানোর বছর!##
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
২০২০-২১ আমাদের হারানোর বছর, শোকের বছর। বাংলাদেশের জন্য যাদের আরো কিছুদিন বেঁচে থাকা খুব দরকার, তাদের অনেককেই আমরা হারিয়েছি। আজ আমাদের ছেডে চলে গেলেন ঢাকা-১৪ আসনের মাননীয় সাংসদ জনাব আসলামুল হক (ইন্না লিল্লাহু……)।
ব্রাহ্মণবাড়িয়ার টাইমস পরিবার উনার মৃত্যুতে মর্মাহত, শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমমর্মিতা জানাচ্ছি।
বর্ণিল জীবনে জনাব আসলামুল হক বাংলাদেশের রাজনীতিতে ছিলেন একজন উজ্জল নক্ষত্র; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন বিজ্ঞ নীতিনির্ধারক হারিয়েছে; বাংলাদেশ আওয়ামীলীগ হারিয়েছে একজন আস্থাভাজন-নির্ভরতার প্রতীক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের ধারক একজন নিবেদিতপ্রাণ নেতাকে। এমনি ভাবে ২০২০ — ২০২১ সালে আমরা অনেক আপনজন দেশ বিখ্যাত অনেক ব্যক্তিদের হারিয়েছি।
মনির হোশেন টিপু, সম্পাদক, ব্রাহ।মণবাড়িয়া টাইমস
আপনার মন্তব্য লিখুন