১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মাগুরাঘোনা বিট পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ লগডাউন সম্পর্কে ধারণা।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

খুলনা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামঃ বাংলাদেশ সরকারের দেওয়া করোনা প্রতিরোধের ১৮ দফা কার্যক্রম সফল করতে খুলনা ডুমুরিয়ার আঠারোমাইল বাজারে মাগুরাঘোনা বিট পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয় সকাল ৭ টা থেকে। লকডাউন সম্পর্কে মানুষকে বোঝানো হয় এবং মহামারি করোনা পাদুর্রভাব দ্বিতীয় ধাপে বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কার্যক্রম চলে আঠারো মাইল বাজারে প্রধান প্রধান স্পটে যেমন গরুর হাটে, চায়ের দোকানে, বাস স্টান্ড চত্বরে,ছাগলের হাটে, কাচা বাজারে জনপুর্ন এলাকায়। এ সময় বলা হয় সন্ধ ৭টার আগ মুহূর্ত পর্যন্ত ঔষধের দোকান, মুদি দোকান, কাচা মাল তরিতরকারির দোকান সহ নিত‍্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া সব বন্ধ রাখতে । এ সময় উপস্থিত ছিলেন মাগুরাঘোনা বিট পুলিশের এস আই মোঃ ফারুক হোসেন। এ এস আই মোঃ সোহেল রানা ও কনস্টেবল মাসুম বিল্লাহ সহ সঙ্গীয় ফোর্স। পরিশেষে সাবাইকে বলেন মাস্ক পরার অভ‍্যাস করতে এক মাএ মাস্ক পারে করোনা প্রতিরোধ করতে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন