হরতাল, বিক্ষোভ ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
হরতাল, বিক্ষোভ ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম।
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
হরতাল ও বিক্ষোভ দ্বারা বিশৃঙ্খলা, অত্যাচার, স্বেচ্ছাচার, অবাধ্যতা, অরাজকতা, প্রতিবন্ধকতা, প্রতিরোধ সৃষ্টি করা হয়। হরতালের বা বিক্ষোভ প্রকাশের জন্য যানবাহন, হাটবাজার, দোকানপাট, অফিস-আদালত ইত্যাদি জোড়পূর্বক বন্ধের চেষ্টা করা হয় ।
এ হরতাল হারাম হওয়ার কারণ হল, হরতাল জন-জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করে, জান-মালের ক্ষতি করে, একজনের অন্যায়ের শাস্তি অন্যকে দেয়া হয়।
হরতাল গুজরাটি শব্দ। ‘হর’ অর্থ প্রত্যেক। ‘তাল’ অর্থ তালা। অর্থাৎ প্রতি দরজায় তালা। কাজেই যার অর্থই বিশৃঙ্খলা, অত্যাচার, স্বেচ্ছাচারিত, অবাধ্যতা, বিক্ষোভ, প্রতিরোধ। তা কিছুতেই শরীয়তে জায়েয হতে পারে না।
মুসলমানের সংজ্ঞায় বলা হয়েছে, “মুসলমান ওই ব্যক্তি যার যবান ও হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে।” সূত্রঃ সহিহ বুখারী।
হরতালের উদ্ভাবক একজন বিধর্মী বা বিজাতীয়।যদি কেউ বিধর্মী বা বিজাতীয়দের অনুসরণ ও অনুকরণ করে তবে তাদের পরিণতি সম্পর্কে রসূল(সাঃ) ইরশাদ করেন, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, সে তাদের অন্তর্ভুক্ত এবং তার হাশর-নশর তাদের সাথে হবে।”সূত্রঃ মিশকাত।
অন্যায়ভাবে গাড়ি, দোকান পাট, কারখানা ইত্যাদি ভাংচুর করা, সরকারের সম্পদ বিনষ্ট করা, বোমাবাজী এবং গোলাগুলি করা সম্পূর্ণ হারাম। শরীয়তে এজাতীয় কর্মকান্ডের কোনো সুযোগ নেই। হরতালে এসকল কর্মকান্ড হয়।
অতএব, হরতাল ও বিক্ষোভ শরীয়তের দৃষ্টিতে হারাম।
মোঃ জসীম উদ্দিন ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত।
মার্চ ৩০/২০২১।
আপনার মন্তব্য লিখুন