ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় প্রশাসন ও পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রীয়, মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনার সময় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিষ্ক্রীয়ী ছিল বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি সোমবার দুপুরে হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি হেফাজতের তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানান। এ ছাড়া তিনি নিষ্ক্রীয়দের অভিযোগ এনে পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারে কাছে দাবি জানান। তিনি আরো বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তান্ডবের দায় দায়িত্ব হেফাজতকে নিতে হবে। মতবিনিময়কালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, দিনভর হেফাজত ও তাদের সহযোগীদের তান্ডবে টার্গেট করে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয়। তারা আমার বাড়ি ও আমার শ্বশুর বাড়িসহ আমার অফিসকে পুড়িয়ে ছাঁই করে দেয়। প্রাণ রক্ষার ভয়ে পরিবারসহ নিরাপদ জায়গায় থাকতে হয়েছে। আমার জীবনের অর্জন করা সব স্মৃতি তারা পুড়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বার
বার অবহিত করলেও তারা আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।
এ ছাড়াও পৌরসভার মেয়রের বাড়ি জেলা ছাএলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ অনেকের বাড়িঘর পুড়ানো বিভিন্ন সরকারী-বেসরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া একটি মন্দিরের প্রতিমাও ভাংচুর করা হয়।
আপনার মন্তব্য লিখুন