১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া নতুন ৭জনের করোনা ভাইরাস শনাক্ত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ , ২২ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় নতুন ৫জন সহ জেলায় নতুন ৭জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ২৮৮৬জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ২৭৫৭জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৪৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

রবিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবসহ এন্টিজেনের ৭২টি রিপোর্টের মধ্যে জেলায় নতুন ০৭জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় নতুন ৫জন ও সরাইল উপজেলায় ১জন, আখাউড়া উপজেলায় ১জন
করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৮৮৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৭৮জন, আখাউড়া উপজেলায় ২২০জন, বিজয়নগর উপজেলায় ৮৫জন, নাসিরনগর উপজেলায় ১১৪জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৮০জন, নবীনগর উপজেলায় ৪৩৫জন, সরাইল উপজেলায় ১৩৮জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৭জন ও কসবা উপজেলায় ২৮৯জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিন রেজিষ্ট্রেশন হয়েছে ৬৩৭১৯ জন। কোভিড ভ্যাকসিন দিয়েছেন ৫১১৩৩ জন।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৮৮৬জন আক্রান্তের মধ্যে ২৭৫৭জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪৭জন আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন