১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে কসবায় মামুনুল হকের মাহফিল স্থগিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাতিল হয়ে গেল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হকের ওয়াজ মাহফিল। উপজেলার ‘বাদৈর ছাত্র উলামা ইসলামী সেবা পরিষদ’ এর উদ্যোগে ‘ঐতিহাসিক শানে রিসালাত (সা.) সম্মেলন’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মাফফিলে উপজেলা চেয়ারম্যানকে তার সম্মতি ছাড়া প্রধান অতিথি করে প্রচারণা চালানো হয়। অবশেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবনের হস্তক্ষেপেই মাহফিলটি স্থগিত হয়ে যায়।

স্থানীয় সূত্র জানা গেছে, কসবা উপজেলার বাদৈর গ্রামের ‘বাদৈর ছাত্র উলামা ইসলামী সেবা পরিষদ ও গ্রামবাসীরা ঐতিহাসিক শানে রিসালাত (সা.) সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনে আলোচিত হেফাজত ইসলামের নেতা আল্লামা মামুনুল হক অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এছাড়াও মাহফিলে আল্লামা জুনাইদ আল হাবীব ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনের যৌথ আয়োজনকারীরা প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবনের অন্তর্ভূক্ত করে তড়িঘড়ি পোস্টার ছাপিয়ে দেওয়া হয়। আলোচিত এই বক্তার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতির বিষয়টি চোখে আসলে। চেয়ারম্যান জীবনে নজরে আসলে তিনি দ্রুত আয়োজককারীসহ প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। পরে আয়োজকদের সঙ্গে উপজেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সবার সম্মতিক্রমে মাহফিল স্থগিত করা হয়। বৈঠকে উপজেলা প্রশাসন ও থানার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলে শনিবার নির্ধারিত ওই সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অনুষ্ঠানের বিষয়ে আয়োজনকারীদের সাথে আমার কোন কথা হয়নি। অথচ তারা আমাকে না জানিয়ে মাহফিলের পোষ্টার প্রধান অতিথি করে। স্থানীয় নেতাকর্মীরা আমাকে বিষয়টি জানালে পরে আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। প্রশাসন স্টেজ নির্মাণ সহ সবকিছু বন্ধ করেছে। তিনি একটি মহল বিষয়টিকে রং ছড়িয়ে নানারূপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

এই বিষয়ে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, এই মাহফিলের বিষয়ে আয়োজকরা মৌখিক ভাবে জানায়। পুলিশের পক্ষ থেকে মাহফিল করতে কোন অনুমতি দেওয়া হয়নি। মাহফিলটি বাতিল হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন