১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুর সুন্নাতে খতনা।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুদের সুন্নতে খতনা দেওয়া হয়। তাদের ওষুধ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মানবসেবা দারিদ্র বিমোচন সংগঠনের সার্বিক সহযোগিতায় এই প্রথম বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের সুন্নাতে খতনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল থেকে দিনব্যাপি সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে ডা. মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সুন্নতে খতনা করেন।

শনিবার সকালে সুন্নাতে খতনা পরিচালনা কমিটির সদস্য জাহিদ হাসানের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন তালশহর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক ওসমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্য আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী আশরাফ আলী, সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গায়ত্রী রায়, সোনাসার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাম আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক জহির উদ্দিন দুলাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ প্রমূখ।

আয়োজকেরা জানায়, সকাল ৯টা থেকে সুন্নাতে খতনা কার্যক্রম শুরু হয়। সারাদিন ব্যাপী অর্ধশতাধিক শিশুকে তিনজন চিকিৎসকের মাধ্যমে সুন্নতে খতনা করানো হয়েছ। খতনা সুবিধাপ্রাপ্তদের মাঝে বিনামুল্যে হ্যান্ড স্যানিটাইজার, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন খতনা কর্মসূচি পরিচালনা কমিটির অন্যতম সদস্য আতাউর রহমান তুরাক।

সুন্নাতে খতনা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ডা. নুর আলম ও ডা. এম এ মামুন, মানবসেবা দারিদ্র বিমোচন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল-মামুন, শরিফ উদ্দিন নিজামী, সালাউদ্দিন আহমেদ, আলাউদ্দিন আকিল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন