মাদ্রাসার ছাত্র নির্যাতন মামলায় শিক্ষকের ৬ মাস কারাদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতন মামলায় এক মাদরাসা শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তের নাম মঈন উদ্দিন (৪২)। তিনি জেলার সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং জেলা সদরের কলেজপাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ও সদর উপজেলার রামরাইলের আব্দুল মালেক হাজারীর ছেলে মো. ইব্রাহিমকে শারীরিক নির্যাতন করেন শিক্ষক মঈন উদ্দিন। এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে মঈন উদ্দীনের বিরুদ্ধে ওই বছরের ২৯ আগস্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালতের বিচারক শিক্ষক মঈন উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
আপনার মন্তব্য লিখুন