সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.তাসলিম উদ্দিন হরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল। এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মো. রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মর্জিনা আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরাইল থানার এস আই গৌতম চন্দ্র দে, সরাইল ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত ইনচার্জ রিয়াজ মাহমুদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, অরুয়াইল বাজার সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া ও চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা সভায় বক্তারা বলেন, সরকারি জায়গা বেদখল, সরকারি খাল ভরাটে পানি নিষ্কাশন বাধা, রাস্তার পাশে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান ও শিশু কন্যা তাসফিয়া হত্যার সুষ্ঠু বিচারের দাবি ও সরাইলে বাশেঁর খুঁটিতে বৈদ্যুতিক লাইনের সংস্কারের দাবি জানান। বর্তমানে উপজেলায় আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে। মাদকমুক্ত করতে সবাইকে সচেতন হতে হবে ও অভিযান আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দাঙ্গা-মাদক, চুরি- ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
আপনার মন্তব্য লিখুন