বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই”
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না…রাজিউন)। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন দেশের রাজনীতির অন্যতম এই মুখ।
ব্যারিস্টার মওদুদ আহমেদ-এর জন্ম ১৯৪০ সালের ২৪ মে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি ও মন্ত্রী ছিলেন। বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি।
মওদুদ আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আপনার মন্তব্য লিখুন