সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার ২ মুখ মিউজিশিয়ান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ , ১৩ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আশিক খান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতজ্ঞনেরদুই পরিচিতি মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ, এবং প্যাড বাদক পার্থ গুহ।আজ ১৩ মার্চ (শনিবার) ভোর ৫ টার দিকে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম মীরস্বারাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে লরি তাদের মাইক্রোবাসদিকে ধাক্কা দিলেই সাথে সাথে মারা যান পার্থ গুহ। এই সময় মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খান সহ অন্যরা আশংকাজনকভাবে আহত হন।কি- বোর্ড আসাদ
জানান,দূর্ঘটনায় আহত হওয়া সকলকে জুরুরী ভিতিওে চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে ডাক্তার হানিফকে মৃত্যু ঘোষণা করেন।গাড়িতে থাকা তরুণ সংগীত বিউটি খান,নন্দন,রাহাত,পাপ্পু আহত হয়েছেন।তবে বিউটি খানের অবস্থা আশংকাজনক। তিনি আরো জানান,গতকাল রাতেই চাঁদপুর একটি শো করতে গিয়েছিলেন তারা, যেখানে গান গিয়েছিলেন,কণা ও ইমরান।শো শেষ করেই রাত ৩ টার দিকে মেঘনা ব্রিজের কাছ থেকে বিদায় নিয়ে একটি গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।হানিফ ও পার্থ গুহ দুজনের বাড়িই কুমিল্লা।দেশের বিভিন্ন শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তারা। তাদের মৃত্যুতে শোকের ছায়া এসেছে সংগীতঙ্গনে প্রতিটি শিল্পী এবং মিউজিশিয়ানের এই যেন শোকের বই।
আপনার মন্তব্য লিখুন