সরাইলে‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ , ৭ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘মুজিব জন্মশত বর্ষ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ম্যারথনের আয়োজন করে।
শনিবার ( ৬মার্চ) বিকেলে চারটায় সরাইল উপজেলা প্রশাসন চত্বর থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,(ব্রাহ্মণবাড়িয়া-৩১২) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ),লে. মাহিম মেজবাহ, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনতাসির,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডঃ নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুলইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মোঃ মকবুল হোসেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক,সরাইল উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক এ এস এম ফরিদ, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ শামসুল আলম সদর ইউপি সচিব মোঃ মাহবুবুর রহমান ঠাকুর জুয়েলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ক্রীড়ানুরাগী শিক্ষার্থী ও বিভিন্ন মহলের সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন