১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , ৭ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.নিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন
হয়েছে। শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা জাসদ এই দাবী নিয়ে মানববন্ধন করে। এতে বাংলাদেশ জাসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফসির।
জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়া কায়দার নিয়নের সঞ্চলানায় বক্তব্য রাখেন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি প্রদ্যোত নাগ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাক আবুল কালাম নাঈম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।এতে গনতন্ত্র নড়বড়ে অবস্থায় ঠেকেছে। বিশেষ করে এই ব্যবস্থার কারণে যোগ্য ব্যক্তিদের তুলনায় অযোগ্যরাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে অংশ নেয়। বক্তারা, অবিলম্বে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারের দলীয় প্রতীক বিহীন নির্বাচনের দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন