ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাতে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়েছে এতে অন্তত২০- ৩০ জন যাত্রী রয়েছে।(১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়েকে তীব্র যানজটের সৃষ্টি হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: শাখাওয়াত হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, সকালে আশুগঞ্জ থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল। বিসিক শিল্পনগরীর সামনে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। এসময় তিনি বলেন,
২০ থেকে ৩০ জন যাত্রী ছিল যাত্রী আহতের খবর জানা যায়নি।
আপনার মন্তব্য লিখুন