যুবলীগ নেতার মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকুসহ মাটি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পুকুর ভরাট করছিলেন। খবর পেয়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও দুই হাজার ৮০০ ঘনফুট মাটি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মরাপুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পাশের একটি জমি ভরাট করা হচ্ছে। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ভেকু, উত্তোলন করা ২৮শ ঘনফুট মাটি জব্দ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন