১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মনবাড়িয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল ডাকবাংলা রোড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনা পর পর ছাএলীগের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ মিছিল সমাবেশ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নির্বাচনী কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় ও সড়ক থেকে অপর একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন