ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার পরনে শার্ট ও প্যান্ট ছিল। তার দুই পা ও দুই হাত কাটা গেছে ও মাথায় আঘাত প্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন