ইসলামী ছাত্র খেলাফত ঢাকা মহানগর দক্ষিণ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ডেস্ক রিপোর্টঃ আজ ১৩’ই ফেব্রুয়ারী বেলা ৪ টায় ইসলামী ছাত্র খেলাফত ঢাকা মহানগর দক্ষিণ এর প্রশিক্ষণ কর্মশালা ও আহত মাওলানা জসিম উদ্দিনের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এনামুল হাসান ফরহাদের সভাপতিত্বে রাতুল আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আরিফ বিল্লাহ আল হুমাইদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ বিল্লাহ আল হুমাইদী বলেন আগামীর নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য অবশ্যই সুষ্ঠ রাজনৈতিক দর্শন, ইসলামী ইতিহাস, তাহজিব তামাদ্দুন, ও আকাবীর আসলাফদের জীবনী বেশি বেশি দাওয়াত, আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রসার ঘটাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন বলেন সুষ্ঠ রাজনীতির চর্চা না থাকায় আগামী নেতৃত্বের পদস্খলনের সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই ঢাকা মহানগর দক্ষিণের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি আরো বলেন দেশের মানুষ এবং কি উলামায়ে কেরামও নিরাপত্তাহীনতায় ভুগছে, গত কিছুদিন পূর্বে আমাদের উস্তাদ লালবাগ জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও শু’রা সদস্য মুফতি জসিম উদ্দিন সাহেবকে এক দূর্বৃত্ত ছুড়িকাঘাত করে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। এবং প্রশাসনের নিকট দাবী জানান প্রকৃত দোষীদের দ্রুত খুজে বের করার।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি সোলায়মান আলী, জয়েন্ট সেক্রেটারি জয়নাল আবেদিন, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, মহানগরীর ছাত্রনেতা তানজীম, মঈনুল ইসলাম, ইয়ামিন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন