১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসর্গ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উৎসর্গ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় হল রোমে কেক কেটে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বদরুল আলম সালমান ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ খান।

উক্ত অনুষ্ঠানে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ রমিজ।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের সদস্য হোসেন আহমেদ কবির, আতিকুর ইসলাম, মুহাম্মদ মোবারক হোসেন ও কনক ফকির প্রমুহ।

আমন্ত্রিত অতিথিরা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৫০-৬০ টি মানসেবামুলক সংগঠন রয়েছে। সংঘঠনগুলি নানা সেবামুলক কাজে এগিয়ে যাচ্ছে। তবে প্রধানত রক্তদান কর্মসূচি নিয়ে অধিকাংশ সংগঠন কাজ করে থাকে। উৎসর্গ রক্তদানসহ বহুমুখী কাজে সংযুক্ত রয়েছে। তিনি বলেন, আমাদের সংগঠনের নামের প্রথম শব্দ ‘উৎসর্গ’ মধ্যেই যেন সেবা লুকিয়ে আছে।

এছাড়াও নবীনগর উপজেলা ও বাঞ্চারামপুর উপজেলায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়৷ অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জীবনের প্রয়োজনে জীবন এই স্লোগানকে ধারন করে ২০১৬ সালে রক্তদান ও সামাজিক সেবামূলক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন