১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মুফতি জসিম উদ্দিন এর উপর দুর্বৃত্তের হামলা, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র খেলাফত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্ট /গত ৯ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর লালবাগ শাহী মসজিদের গেইটের সামনে,জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও মুফতী আমিনী রহঃ এর জামাতা মুফতী জসিম উদ্দিন সাহেবের উপর ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আবুল হাসিম শাহী। তিনি বলেন,সারা দেশে আজ আলেম উলামাদের উপর বিভিন্ন কায়দায় হামলা করা হচ্ছে তার একমাত্র কারণ দেশে নিরাপত্তা ব্যবস্থা নেই বলতে গেলেই চলে। তাই সরকারের উচিৎ দেশে ও জাতীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সকল দুর্বৃত্তদেরকে কঠোর হস্তে দমন করা। তিনি আরো বলেন, মুফতী জসিম সাহেবের উপর এই নির্মম ও পৈশাচিক হামলা কোনভাবেই মেনে নেওয়া যায়না। তিনি এ হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

মুফতি জসিম উদ্দিনকে দেখতে সন্ধ্যায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে যান ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি মহিউদ্দিন ঢাকুবী তিনি জানান হুজুরকে খুবই মারাত্মকভাবে জখম করা হয়েছে, ডাক্তার জানিয়েছেন তার শরীর থেকে ব্রিডিং হচ্ছে রক্তক্ষরণ থামলেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। আমরা আইনের নিকট দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে তিনি দেশ-বাসীর কাছে হুজুরের সুস্থতার জন্য দু’আ চেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন