১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল মেয়ের বিয়ের বদনাম নিয়ে তর্কাতর্কি: মা-মেয়েকে মারধরের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
সব বাবা মা-ই চান মেয়ের ভালো ঘরে বিয়ে হোক। পাত্রপক্ষকে আকৃষ্ট করতে মেয়ের গুণের কথা তুলে ধরতে ভুল করেন না। কেউ কেউ তো বাড়িয়েও বলেন অনেক সময়।

তেমনই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেয়ের বিয়ের বদনাম নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার চুন্ট্রা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, চুন্ট্রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মূছা মিয়ার স্ত্রী সুচেনারা(৪৫) ও তার মেয়ে কল্পনা(১৮)৷ আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মূছা মিয়া বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় এক ঘটকের মাধ্যমে তার ছোট মেয়ের বিয়ে প্রস্তাব আসছিল। তখন প্রবাসী আব্দুল হাকিমের ছেলে জুয়েল তার মেয়ের বিরুদ্ধে ছেলে পক্ষের কাছে কুটনামি করেন। আজকে যখন সুচেনারা ও কল্পনা রহমত আলীর বাড়ির উঠানে গিয়ে জুয়েলসহ তার মা ও বোনকে জিজ্ঞাস করেন কেন কুটনামি করলো তখন পেছন থেকে জুয়েল এসে হঠাৎ তাদেরকে মারধর শুরু করেন। তখন ওইখানে সুচেনারা ও কল্পনা দু’জন লুটিয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মারধরের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন