সরাইলে শীতে বোরো ধান রোপনে মাঠে নেমেছে কৃষক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইলেতে কয়েক দিন ধরে র্সূযের দেখা মিলেনি। শৈত্যপ্রবাহে তীব্র শীতে হাড় কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্যে ঝুঁকে পড়েছেন সরাইলের কৃষক । ভোর থেকে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন শ্রমিকরা। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে জমি। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত
ট্রাক্টর, পাওয়ার টিলার প্রভৃতি দ্বারা এসব বীজতলা জমি তৈরি করা হচ্ছে। এছাড়াও অনেক দরিদ্র কৃষকরা তাদের স্বল্প পরিসরের ভূমিতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে ইরি-বোরো ধানের বীজতলাও তৈরি করছেন।সরাইলের বিভিন্ন অঞ্চল সারেজমিন পরিদর্শন করে জানা যায়, “ সরাইল উপজেলার সদর, নোয়াগাঁ চুন্টা, পাকশিমুল, অরুয়াইল পানিশ্বরও কালিকচ্ছের কৃষকরা ভূমির আইল বাধা, জমির আগাছা পরিষ্কার করা, কোদাল দিয়ে জমির উঁচু-নিচু জায়গাগুলো সমান করা, শুকনো জমিতে সেচ প্রদান করাসহ প্রভৃতি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া পুরোপুরি অনুকুলে। মাঠ পর্যায়ে চলছে নিবিড় তদারকি। উপজেলায় প্রায়১৪ হাজার আটশত হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উফশী জাতের বোরো ধান চাষ হচ্ছে। এরমধ্যে ব্রিধান ২৮, ব্রিধান ২৯, ব্রিধান ৮৮,এছাড়াও জমিতে চাষ হওয়া হাইব্রিড জাতের ধান রয়েছে, প্রান্তিক চাষিদের প্রণোদনাও দেয়া হয়েছে। এসব কারণে এবার বোরোর আবাদ রের্কড ছাড়াবে।শীতের প্রকোশ ও কুয়াশা বেশি হলেও বীজতলার কোন ক্ষতি হয়নি।
সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মর্জিনা আক্তার বলেন। এ বছর উপজেলায় ১৪ হাজার আটশত হেক্টর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পযর্ন্ত গত বছরের সমান । বোরো ধান রোপণ করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়েছে কৃষকদেরকে।
আপনার মন্তব্য লিখুন