ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়ার মাহফিলে ‘বাতিঘর’ এর বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ১০৮তম বার্ষিক মাহফিল উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শুক্রবার(২৯ জানুয়ারি) বাদ জুম্মা কাজীপাড়ায় জেলা ঈদগাহ ময়দানে ‘বাতিঘর’ নামের একটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে এই ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রধান উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতী নোমান হাবিবীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ‘বাতিঘর’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া ‘বাতিঘর’ এর উপদেষ্টা সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিঃ সহ-সভাপতি আল-আমিন শাহীন, একুশে টেলিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মাসুম বিল্লাহ্ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রক্ত দান করা একটি মহৎ উদ্যোগ। আপনারা যারা এই রক্ত নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ একটি অপারেশন বা বিভিন্ন কারণে রক্তের প্রয়োজন হলে আপনাদের মাধ্যমে খুব সহজেই রক্ত পেয়ে থাকি। আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় ও আমাদের সময় এর জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, নিউজবাংলা২৪.কম এর জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি মো. মামুন, ডেইলী ট্রাইবুনালের জেলা প্রতিনিধি ইফতেখার রিফাত ও তেপান্তর এর সম্পাদক সীমান্ত খোকন ও নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াস, ‘বাতিঘর’ এর উপদেষ্টা কৃষ্ণ দাস ও রতন মিয়া ও সংগঠনের এডমিন রাকিবুল হাসান ও আব্দুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সার্বিক তত্বাবধানে ছিলেন- জামিয়া ইসলামামিয়া ইউনুছিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতী মারুফ কাসেমী, সিনিয়র শিক্ষক মুফতী রাকিবুল হাসান, শিক্ষক মাওলানা এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উপদেষ্টা মো. মনিরুল ইসলাম।
আপনার মন্তব্য লিখুন