সরাইলে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরাইলেতে গত দুই দিন ধরে র্সূযের দেখা মিলেনি। শৈত্যপ্রবাহে তীব্র শীতে সরাইল উপজেলার গ্রামাঞ্চলে জনজীবন বিপর্যস্ত। ঠান্ডা আবহাওয়ায় এখানকার শিশু, বয়–বৃদ্ধরা সর্দি, কাশি, ঠান্ডাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে খুব বেশি। ঘন কুয়াশার কারণে রাতে বেলায় যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।
আজ রোববার (২৪ জানুয়ারি) রাতে উচালিয়া পাড়ার মোড়ে শীত নিবারণে আগুন জ্বালিয়ে গরমের উষ্ণতা নিতে দেখা যায়।মাঘ মাসে হঠাৎ ঠান্ডা বেশি পড়ায় দিন মজুর শ্রেণির মানুষ বিপাকে পড়েছে। গ্রামের মানুষ দিনের বেলায় আগুনের কুন্ডলি তৈরী করে শীত নিবারনের চেষ্টা করছেন। এদিকে গ্রামাঞ্চলে ঘুরে জানা যায়,শীতের কারণে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের জন্য বিপাকে পড়েছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, হঠাৎ করে শীত পড়াই মানুষের সর্দি ঠান্ডা জনিত রোগ একটু বেড়ে গেছে রোগীর সংখ্যা। প্রয়োজন মোতাবেক চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছে। তবে এ শীতের মধ্যে ছোট বাচ্চারা যাতে বাহিরে ঘুরাঘুরি না করে, তবে গরম জাতীয় কাপড় ও পায়ে হাতে মুজা ব্যবহার করতে তিনি বলেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, এতি মধ্যে সরাইল উপজেলায় প্রায় পাচঁ হাজার কম্বল শীতার্তদের মাঝে বিভিন্ন ভাবে বিতরণ করা হয়েছে। মানুষের যাতে কষ্ট না হয় চাহিদা মোতাবেক কম্বল বিতরণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন