দুর্বৃত্তদের হামলায় নিহত কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তননের জন্মদিনে বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ডেস্ক রিপোর্ট / ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রতিভাবান তরুণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন এর ২৭তম জন্মদিন উপলক্ষে গত ১৯ জানয়ারি সন্ধ্যায় তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ কার্যালয়ে এক স্মরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ- ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণ এর সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক ফাহিম মুনতাসির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এহসান হাবীব, বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম, কবি ও গীতিকার গাজী তানভীর আহমেদ, কবির কলমের সাধারণ সম্পাদক কবি হুমায়ন কবির, বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের যুগ্ন আহবায়ক এরফানুল হক সুজন, তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সংগীত বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী সোহাগ রায়, বাগান বিলাসী সংগঠনের সহ-সম্পাদক রাফসান আহমেদ পাভেল, উপসম্পাদক আরিয়ান রহমান নকীব প্রমুখ। সভায় বক্তাগণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তননের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার খুনিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন