মাদক, সন্ত্রাস, জঙ্গি মুক্ত সমাজ গড়ার প্রত্যয়, নবাগত ওসি- আলমগীর ভুইয়া (পিপিএম)
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া(কসবা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ মাদক, সন্ত্রাস, জঙ্গি ও ডাকাত মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া(পিপিএম) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) সাংবাদিক নেতৃবৃন্দুর সাথে বলেন; “আমরা দৃঢ় প্রতিজ্ঞ,মাদক,সস্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য।” আমরা মাদক এবং সস্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর ভিওি করে,আমাদের অভিযান অব্যাহত রাখতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচ.আর.আর.এস) কসবা উপজেলা শাখা সভাপতি মোবারক হোসেন চৌধুরী (নাছির) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়ার পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার নবাগত অফিসার ইনচার্জ এর হাতে তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন