সরাইলে নির্মানাধীন ঘরের কাজ শেষ পর্যায়ে-২৩শে জানুয়ারি উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মঞবাড়িয়া) সরাইল ১০২ টি অসহায় ভুমিহীনও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোজার ঠাঁই। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০২ টি অসহায় ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোজার ঠাঁই।
আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ১০২ টিপ্রথম পর্যায়ে ‘ক’শ্রেণি ভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণের কাজ করছে সরাইল উপজেলা প্রশাসন।সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন।এ দিকে অফিস সুত্রে জানান, সরাইলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামী ২৩ জানুয়ারি সারা দেশে একযোগে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধন করবেন।প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাস জমি বন্দোবস্থ করে তার ওপর ঘর তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দু’টি কক্ষ,একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ সুবিধা। সরাইল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন বলেন, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর গ্রামেসহ প্রথম পর্যায়ে ৪৬টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে সরকারি দুই শতাংশ জমির বন্দোবস্থ দলিলসহ ঘরের চাবি আগামী ২৩ জানুয়ারীর হস্তান্তর করবে উপজেলা প্রশাসন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন,সারা দেশের ন্যায় সরাইলউপজেলায় ও কেউ গৃহহীন থাকবে না।আমাদের ১০২ টি ঘরের নির্মাণ কাজ অত্যন্ত সুন্দর ভাবে প্রায় সম্পন্ন হয়েছে। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের ব্যাপক যাচাই বাচাই করে ঘরগুলো তাদের নামে বরাদ্দ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই উপকার ভোগীদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে। যার ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে।তিনি এসময় আরোও বলেন চুন্টায় ৪৬টি মলাইশ৭টি,বিটঘরে৭টি, কালিকচ্ছে-১৫টি শাহজাদাপুর-১৫ ও নোয়াগাঁ ইউনিয়নে-১২টি ঘরের কাজ যথাসময়ে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।।
আপনার মন্তব্য লিখুন