১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অরুয়াইলে এক্সিম ব্যাংকের সৌজন্যে ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ , ২০ জানুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওরাঞ্চলে অবস্থিত এক্সিম ব্যাংক অরুয়াইল শাখার সৌজন্যে ভিক্ষুকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার অরুয়াইল বাজারস্থ ব্যাংক কার্যালয়ে সরাইল- নাসিরনগর উপজেলার ভিক্ষুকদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়াও এতিম,গরীব অসহায় ও শীতার্তদের মধ্যেও কম্বল বিতরণ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক অরুয়াইল শাখার ম্যানেজার বদরুল আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমাম মেহেদি হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এক্সিম ব্যাংক অরুয়াইল শাখার ব্যবস্থাপক বদরুল আলম বলেন, শরিয়াহ ভিত্তিক এক্সিম ব্যাংক প্রতিবছরের ন্যায় এবারও এতিম,গরীব অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ভিক্ষুক, গরীব ও এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রকৃত অসহায় ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আজ অনেকটা ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন