মাহবুবুর রহমান নাসিরনগর উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭-এর নাসিরনগর উপজেলার শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান । তিনি উপজেলার গোর্কণ ইউনিয়নের ডিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।এ ছাড়া তিনি গোর্কণ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও গোর্কণ স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর কার্যালয়ে ওই বাছাই সম্পন্ন হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বাছাই কমিটি এ ঘোষনা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসনের একটি কমিটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অবদানের জন্য উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্য থেকে মাহবুবুর রহমানকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে। মাহবুবুর রহমান উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম ডিঘরের মৃত মিয়াচাঁনের ছেলে।
আপনার মন্তব্য লিখুন