বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ: ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে আটক করেছে পুলিশ।।
আজ বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিম বাদী হয়ে মামলা করার পর সোমবার রাতে লিমনকে ট্যাংকের পাড় ভাড়া বাসা থেকে আটক করি।
আটক লিমন হোসেন খান রিমন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের আশরাফ আলী খানের ছেলে। লিমন ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ইনফিউশন বিভাগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মেডিক্যাল ইনফরমেশন অফিসার পদে নিযুক্ত ছিলেন।
এজাহারে উল্লেখ, ভিকটিমের বড় বোনের চিকিৎসা করাতে এসে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পরিচয় হয় লিমনের সাথে। পরিচয় সুবাদে লিমনের সাথে মোবাইলে প্রায়ই কথাবার্তা চলতো। এক পর্যায়ে লিমনের সাথে প্রেমের সম্পর্ক হয় ওই শিক্ষার্থীর। প্রেম থেকে দুইজনের প্রায়ই দেখা-সাক্ষাৎ হত। গত রবিবার দুপুরে লিমন বিয়ে করবে বলে ওই শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া আসতে বলেন। লিমন কাজী অফিসে নিয়ে বিয়ে করার কথা বলে তার বাসায় নিয়ে যায়। পরে হঠাৎ ঝাঁপটে ধরে জোরপূর্বক ভাবে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। লিমন বিয়ে না করে মেরে ফেলার হুমকি ও ধর্ষণের অভিযোগ দেখিয়ে থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। মামলার অভিযোগের প্রেক্ষিতে লিমনকে আটক করেন পুলিশ।
ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরিক্ষায়-নিরিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বলেন, ধর্ষণ মামলার অভিযোগে একজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়েছে।। আটক লিমনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন