প্রকৃতির নিবির হাতছানি———- এইচ এম সিরাজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
পাহাড় ও নদীর সম্পর্ক যেনো আজন্মকালের…..
সামনের দিকে’সালদা’ নদী, পেছনেই গাছগাছালি ঘেরা পাহাড়। পাশের দেশ ভারতে উৎপত্তি হওয়া নদীটি এঁকেবেঁকে চলেছে তারই আপন গতিতে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন এলাকার খাদলা সীমান্ত অতিক্রমের পর তার নাম হয়েছে ‘সালদা’। নিকটবর্তী স্থানে রয়েছে একটি রেলস্টেশন, যার নাম ‘সালদানদী’। দেশের পূর্বাঞ্চলীয় রেল জোনের আখাউড়া-লাকসাম রেল জংশন ইয়ার্ডের মাঝে স্টেশনটির অবস্থান, যেটি একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধকালের এক অনন্য সূতিকাগারও বটে।
–
পেশাগত প্রয়োজনে একদা সালদা তীরের খাদলা গ্রামে যাওয়া। ‘রথ দেখা কলা বেচা’র ন্যায়ই প্রয়োজনীয় কর্ম সমাপনান্তে সীমান্তের নিকটবর্তী সালদাতীরে বেড়ানোর খায়েশ বাকি রাখিই-বা কি করে? প্রকৃতির হাতছানিতে ঘুরে বেড়ানোকালে আচমকাই থেমে গেলাম মনলোভা স্থানটিতে। সামনের দিকে বহমান সালদা, এর ওপাড়েই ভারত এবং পেছনে গাছগাছালি ঘেরা পাহাড়। একেতো পাহাড়-নদীর মিলনস্থল, তারউপর পৃথক দুইটি দেশের সীমান্ত;যেনো এক অন্যরকম পরিবেশ। প্রকৃতির নিবির হাতছানিময় স্থানে দণ্ডায়মান আমি, দৃষ্টি সুদূরে। এমনি অবস্থায় মোবাইলে ফ্রেমাবদ্ধ করে নেন এক প্রিয়জন। নিজস্ব প্রয়োজনের তাগিদেই সে আজ আমার থেকে বহু দূরের বাসিন্দা। তার ধারণকৃত ছবিটি সেই স্মৃতিতে আজও হয়ে আছে ভাস্বর।
আপনার মন্তব্য লিখুন