১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলা
পুলিশ সুপার মো আনিসুর রহমান বলেন,দাঙ্গা,বাল্যবিয়া ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই এ জেলা সরাইলে’র মাটিতে অপরাধ অপরাধীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দাঙ্গা,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াসহ আইনের সেবা আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবে।

বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজগড়ি” তথ্য দিন সেবা নিন” আপনার পুলিশ আপনার পাশে” এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় সরাইল উপজেলা সদরে বিআরটি সিএনজি স্টেশন মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন,মাদক ব্যবসায়ী,মাদক সেবন কারী মাদকের সাথে যারা জড়িত তারা দয়াকরে এসব ছেড়ে দেন,আর নয় এই এলাকা ছেড়ে দেন,পুলিশ আপনাকে ছাড়বে না।
তিনি আরও বলেন, সরাইল’কে দাঙ্গা থেকে কলঙ্কমুক্ত করতে বিট পুলিশিং সেবা বাড়ি বাড়ি পুলিশ পৌঁছে দিচ্ছে,তার সুফল সরাইলের মানুষ এখন পাচ্ছে। সরাইল আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে ভালো । সরাইলের মানুষ পুলিশকে সহযোগিতা করে বলে দাঙ্গা একবারে কমে আসছে। দাঙ্গা আর করবনা সভায় সকলকে হাত তুলে ওয়াদা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সমাজ থেকে সব শ্রেণি-পেশার জনগণের সমন্বয়েই মাদক, সন্ত্রাস, দাঙ্গা, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক বন্ধ করাসহ চুরি – ডাকাতি প্রতিরোধ এবং যেকোনো ত্রুটি-বিচ্যুতি রোধ করা সম্ভব,যদি পুলিশকে আপনারা সহযোগিতা করেন। সহকারী পুলিশ সুপার ( সরাইল- সার্কেল) মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসক ও অপরাধ ) মোঃ রইছ উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম. সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ ছাড়াও সরাইল উপজেলা সদরের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস আই মোঃ জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন