১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরাইল আওয়ামীলীগের আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সরাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড, নাজমুল আহমেদ, প্রধান অতিথি ছিলেন, (ব্রাহ্মণবাড়িয়া-৩১২) সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ)। সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এড, জয়নাল উদ্দিন জয়ে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এড, আব্দুর রাশিদ, বীর মুক্তিযোদ্ধা এ আর মনোয়ার উদ্দিন মদন, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাই- চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা আঃ লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ কায়কোবাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়া, নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শেখ মোঃ হেলাল মিয়া, অরুয়াইল ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ আবূ তালেব মিয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম মিয়া, পানিশ্বর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মোঃ সেলু প্রমুখ।উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।তাই সকলকে নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।আজ ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে।
এমপি এসময় সকলকে উদ্দেশ্য করে বলেন,যে যা-ই করেন তবে দলের সাথে সবাই থাকতে হবে। আমরা দলের সবাইকে নিয়ে কাজ করতে চাই।মনে রাখবেন
দলের বাইরে থেকে কেউ কিছু করতে পারে না। আমি আপনাদে’র আপন জন,আপনাদে’র সবাইকে নিয়ে দলটি করতে চাই।পরে তিনি রাতে একি স্হানে মুজিব শতবার্ষিকী উপলক্ষে উপজেলার নয়টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট শীতবস্হ বিতরণে’র জন্য কম্বল তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন