বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পলাশবাড়ী পৌরপিতা বিপ্লব
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গত ৭ জানুয়ারী রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র হিসাবে শপথ গ্রহনের পর পলাশবাড়ী পৌরসভা প্রথম নির্বাচিত পৌর পিতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব শপথের পর প্রথম দিনেই বঙ্গবন্ধুর আর্দশের একনিষ্ঠ সৈনিক হিসাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
৮ জানুয়ারী শুক্রবার সকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, বিশিষ্ট সমাজ সেবক রোস্তম আলী সরকার,সাংবাদিক আব্দুর রাজ্জাক,ফজলার রহমানসহ আওয়ামিলীগ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত পৌর পিতা জনবান্ধব জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পৌরসভার উন্নয়নে পৌরবাসীর পরামর্শ গ্রহন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের গ্রাম হবে শহর সে অনুযায়ী পলাশবাড়ী পৌরসভা কে উন্নয়নের মহাসড়কে সম্পৃত করবো ইন্নশাআল্লাহ্।
আপনার মন্তব্য লিখুন