১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কৃষকের মুখে হাসিতে বিভিন্ন ইউনিয়নের বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ।সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। চলতি মৌসুমে সরাইল উপজেলায় ৬ শত ১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।সরাইল উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নে ৬১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এ মৌসুমে বৃষ্টি না হলে এ উপজেলায় বিভিন্ন জাতের সরিষা বাম্পার ফলন হবে বলে জানান।
সরাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মর্জিনা আক্তারে’র জন্য অনার অফিসে অপেক্ষা করে দুপুর একটা পযর্ন্ত না পেয়ে মোবাইল নাম্বার ০১৭২১৬৯৭৬৭৯ ফোন দিলে রিং হয় কিন্তু ফোনেও কোন ব্যক্তব্য নিতে পারি নাই।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, বিষয়টি আমি জেনেছি খুঁজ- খবর নিয়ে কর্মকর্তার সঙ্গে আমি কথা বলব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন