বরুড়া উপজেলার ডিমডুল রহমানিয়া মাদ্রাসার ছাদ ডালাই কাজে অনিয়মের অভিযোগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
উপজেলা নির্বাহি অফিসারের সদয়দৃষ্টিকামনা করছেন ডিমডুল এলাকা বাসী।
নিন্মে ছবিগুলো ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের প্রথম ছাদ ঢালাইয়ের কিছু ছবি। গত 16 ই ডিসেম্বর 2020 এই ভবনের ছাদ ঢালাই করা হয়। জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে কাজের গুণগত মান নিয়ে। মাদ্রাসার কমিটি পর্যায়ের অনেকেই জানেন না কখন ছাদ ঢালাই হবে। এলাকার অনেকেই জানেন না এই ভবনের কাজের তদারকি করার কমিটি কারা। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি জনাব মোসলেম উদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করার পর উনি নিজেও জানেন না এই বিষয়টি। 10 নং উত্তর শিলমান্দী ইউনিয়ন এর একমাত্র দাখিল মাদ্রাসা এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবু ইসহাক সাহেব উনিও জানেন না কাদেরকে নিয়ে কাজ তদারকির কমিটি করা হয়েছে।
এবিষয়টি দেখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছেন এলাকা বাসী উপজেলা নির্বাহি অফিসার মহোদয় জনাব আনিসুল ইসলাম সাহেব কে। অত্র এলাকার জনগণের দাবি একটাই সঠিক তদন্ত করে মান হীন কজের সাথে অভিযুক্তদের খুজে বের করে সাস্তীর আওতায় আনা।
আপনার মন্তব্য লিখুন