আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত অজ্ঞাত শিশুর পরিচয় মিলেনি।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১১) বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত ওই শিশুর পরিবারের পরিচয় মিলেনি।
রোববার (৩রা জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আশুগঞ্জ সদর ইউনিয়নের বৈকণ্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন পুলিশ।
অজ্ঞাত শিশুটি মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুপুরের দিকে রেললাইন দিয়ে স্থানীয় এক ব্যক্তি আসছিল। এসময় তিনি দেখেন রেললাইনের পাশে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। শিশুটির মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে শারীরিক অবস্থা খারাপ দেখে জেলা সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি শিশুটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়েছে। তবে কোন ট্রেন থেকে পড়েছে তা কেউ জানাতে পারেনি। শিশুটির পরিচয় এখানো পাওয়া যায়নি। আমরা তার পরিবারকে সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন