১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

প্রভাবশালী ভূমি দুস্যুরা আইনজীবি মো: কামাল উদ্দীন ভূইয়ার জায়গা আদালতের আদেশকে অমান্য করে জবর দখলের পায়তারা’’ আইনমন্ত্রীর দৃষ্টি আর্কষণ ?

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

​​​​​​​
কসবা প্রতিনিধি: ২৫ ডিসেম্বর ২০২০ ইং
কসবাস্থ গোপীনাথপুর গ্রামের আইনজীবি মো: কামাল উদ্দীন ভূইয়া গং বাদী হয়ে একেই গ্রামের মোস্তাক আহম্মদ খান গংদের বিরুদ্ধে মোকাম মাননীয় বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত ব্রাহ্মণবাড়ীয়া কৃর্তক প্রভূত্বব্যঞ্জক আদেশ প্রাপ্ত দেওয়ানী ৭৫/২০০৭ এবং বিবিধ ভায়োলেশন ৬/২০০৯ ইং নং মোকাদ্দমায় সেঃ মেঃ সাবেক ৮৩ দাগে ১ একর ৮ শতক নাল , ৭২ দাগে ২৯ শতক এবং ৭৪ দাগে ৩৬ শতক নাল ৬৫,৬১,৬৬ দাগে লাখেরাজ নিস্কর ভূমি হাল দাগ নং যথাত্রুমে ১০৯১/১০৯২/১০৯৩/১০৯৪ দাগে দোকান ভিটি ভূমিতে স্থিতি অবস্থায় নিষেধজ্ঞা জারীর আদেশ বাদীপক্ষে বলবৎ থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ মামুন খান ভূমি দুস্য ও সন্ত্রাসী গংদের এনে আইনজীবী মো: কামাল উদ্দিন ভূইয়ার মামলা কৃত জায়গায় অন্যায় অনাধিকার ভাবে প্রবেশ করিয়া বিবাদীগং বেআইনি ভাবে ভূমি বেচাকেনা, দোকান ঘর নির্মান, নির্মান সামগ্রী রাখাসহ ভূমি জবর দখলের পায়তারা করিয়া আসিতেছে বলিয়া জানা যায়। ভূমি দুস্য ও সন্ত্রাসী দ্বারা খুন, খারাপী, সৃষ্টি হইতে পারে এ বিষয়ে এলাকা থমথমে বিরাজ করছে। বিষয়টি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষন সহ হস্তক্ষেপ কামনা করছেন।
মোবারক হোসেন চৌধুরী নাছির, কসবা প্রতিনিধি। (চলবে)

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন