জাহাঙ্গীর আলম ভোট বাবু’র উদ্যোগে পলাশবাড়ীতে মাস্ক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা::করোনা ভাইরাস কোভিড ১৯ মোকাবেলায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির পরামর্শক্রমে সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলায় করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি কল্পে আজ ২৭ ডিসেম্বর রবিবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিভিন্ন বয়সের কয়েকশত মানুষের মাঝে মাস্ক প্রদান করা হয়।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবু’র উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা নজিবুর রহমান নয়নের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাস্কবিতরণ কালে উপস্থিত নেতাকর্মীরা সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন